ফেনী প্রতিনিধি

ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধার বলবৎ থাকবে।
ফেনীর ওয়াপদা মাঠে আজ বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির আয়োজনে বেলা দুইটায় সমাবেশ আহ্বান করা হয়। অপর দিকে জেলা যুবলীগ দুপুর ১২টায় একই স্থানে কর্মিসভা আহ্বান করেছে।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্বের ঘোষণা অনুযায়ী শহরের ওয়াপদা মাঠে মহাসমাবেশ আহ্বান করা হয়। এর আগে জেলা প্রশাসনের নিকট সভার অনুমতির জন্য আবেদন করা হয়। পরে মঙ্গলবার সমাবেশ করার কথা থাকলেও কারণবশত সেটি বুধবার দুপুর ২টায় করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক সমাবেশ সফল করতে পুরো প্রস্তুতি নিয়েছে দলটির নেতা–কর্মীরা। তাই ১৪৪ ধারা জারি হলেও যেকোনো মূল্যে সভা হবে বলে ঘোষণা দেন তিনি। তার দাবি, সমাবেশ ভন্ডুল করতেই পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ।
এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ অন্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মিসভা আহ্বান করেছে। সভা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদনও করেছেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বিএনপিকে মঙ্গলবার ওয়াপদা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার হয়েছিল। কিন্তু বিশেষ কারণে সভা স্থগিত করা হয়। বুধবার আবারও আবেদন করলেও পুলিশ প্রশাসনের মতামত পাওয়া যায়নি। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সদর পৌর শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে জনসমাগম বা মিছিল, মিটিং করতে পারবে না কেউ।

ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধার বলবৎ থাকবে।
ফেনীর ওয়াপদা মাঠে আজ বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির আয়োজনে বেলা দুইটায় সমাবেশ আহ্বান করা হয়। অপর দিকে জেলা যুবলীগ দুপুর ১২টায় একই স্থানে কর্মিসভা আহ্বান করেছে।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্বের ঘোষণা অনুযায়ী শহরের ওয়াপদা মাঠে মহাসমাবেশ আহ্বান করা হয়। এর আগে জেলা প্রশাসনের নিকট সভার অনুমতির জন্য আবেদন করা হয়। পরে মঙ্গলবার সমাবেশ করার কথা থাকলেও কারণবশত সেটি বুধবার দুপুর ২টায় করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক সমাবেশ সফল করতে পুরো প্রস্তুতি নিয়েছে দলটির নেতা–কর্মীরা। তাই ১৪৪ ধারা জারি হলেও যেকোনো মূল্যে সভা হবে বলে ঘোষণা দেন তিনি। তার দাবি, সমাবেশ ভন্ডুল করতেই পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ।
এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ অন্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মিসভা আহ্বান করেছে। সভা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদনও করেছেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বিএনপিকে মঙ্গলবার ওয়াপদা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার হয়েছিল। কিন্তু বিশেষ কারণে সভা স্থগিত করা হয়। বুধবার আবারও আবেদন করলেও পুলিশ প্রশাসনের মতামত পাওয়া যায়নি। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সদর পৌর শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে জনসমাগম বা মিছিল, মিটিং করতে পারবে না কেউ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে