ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মুনসেরাতুল রহমান আলিফ নামের এক কলেজশিক্ষার্থীকে হত্যার মামলায় সিফাত হোসেন আবির নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ে রাশেদ খাঁ ও হিমেল নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রাশেদ ও হিমেলের বিরুদ্ধে প্রমাণের অভাব রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিফাত ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। খালাস পাওয়া রাশেদ ও হিমেল চাঁনমারী গ্রামের অধিবাসী। নিহত আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের কাজী জিল্লুর রহমানের ছেলে এবং জেলা শহরের সরকারি ইয়াছিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকেলে আলিফের সঙ্গে রাজেন্দ্র কলেজের একাডেমিক ভবনের সামনে সিফাত ও অন্যদের তর্কাতর্কি হয়। সে সময়ে সিফাত ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে রাশেদ ও হিমেল আলিফের হাত-পা চেপে ধরেন। পরে অন্য সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় আলিফকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলিফ মারা যান।
এ ঘটনায় আলিফের বাবা কাজী জিল্লুর রহমান পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে একমাত্র আসামি হিসেবে সিফাত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিচার পেয়ে সন্তুষ্ট। রায় ঘোষণার সময় সিফাত আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।’

ফরিদপুরে মুনসেরাতুল রহমান আলিফ নামের এক কলেজশিক্ষার্থীকে হত্যার মামলায় সিফাত হোসেন আবির নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ে রাশেদ খাঁ ও হিমেল নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রাশেদ ও হিমেলের বিরুদ্ধে প্রমাণের অভাব রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিফাত ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। খালাস পাওয়া রাশেদ ও হিমেল চাঁনমারী গ্রামের অধিবাসী। নিহত আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের কাজী জিল্লুর রহমানের ছেলে এবং জেলা শহরের সরকারি ইয়াছিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকেলে আলিফের সঙ্গে রাজেন্দ্র কলেজের একাডেমিক ভবনের সামনে সিফাত ও অন্যদের তর্কাতর্কি হয়। সে সময়ে সিফাত ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে রাশেদ ও হিমেল আলিফের হাত-পা চেপে ধরেন। পরে অন্য সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় আলিফকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলিফ মারা যান।
এ ঘটনায় আলিফের বাবা কাজী জিল্লুর রহমান পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে একমাত্র আসামি হিসেবে সিফাত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিচার পেয়ে সন্তুষ্ট। রায় ঘোষণার সময় সিফাত আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৩১ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩৪ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে