ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে মাদ্রাসাশিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাখেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভির আহমেদ শিমুলের বাবা।
এর আগে গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। ওই দিন রাতেই থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির পর মো. রাসেল শেখ (৪০) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।
তাঁর দেওয়া তথ্যমতে, লাশটি উদ্ধার করা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে। আটক রাসেল শেখ একই উপজেলার মেঘচামী এলাকার সোহরাব শেখের পুত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে মাদ্রাসাশিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাখেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভির আহমেদ শিমুলের বাবা।
এর আগে গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। ওই দিন রাতেই থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির পর মো. রাসেল শেখ (৪০) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।
তাঁর দেওয়া তথ্যমতে, লাশটি উদ্ধার করা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে। আটক রাসেল শেখ একই উপজেলার মেঘচামী এলাকার সোহরাব শেখের পুত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে