ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।
আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই।
পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।
আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই।
পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে