নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
১৯ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
২৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১ ঘণ্টা আগে