ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জজকোর্টের আইনজীবী ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম হোসেন বলেন, রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার।
জামিন পাওয়া ১১ আসামি হলেন সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাঁদের বাড়ি বালিয়াগট্টি ও আশপাশের এলাকায়।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ ওঠে।
এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং ঘরবাড়ি লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগও ওঠে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের সালথায় আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জজকোর্টের আইনজীবী ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম হোসেন বলেন, রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার।
জামিন পাওয়া ১১ আসামি হলেন সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাঁদের বাড়ি বালিয়াগট্টি ও আশপাশের এলাকায়।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ ওঠে।
এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং ঘরবাড়ি লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগও ওঠে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৮ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৫ মিনিট আগে