নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন কিশোর-কিশোরী আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে ফরিদপুর-সালথা সড়কের উপজেলার গট্টি ইউনিয়নের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে লোকজন আসার আগেই নসিমন চালক পালিয়ে যায়।
দুর্ঘটনায় নিহত যুবক ফরিদপুর সদরের ঘোড়াদাহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২০)। আহতেরা হলো—প্রতাবপুর গ্রামের নিজামদ্দীন শেখের ছেলে সোহেল শেখ (১৬) ও একই গ্রামের বাবু মোল্যার বন্যা মেয়ে আক্তার (১৪) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফরিদপুর সদরের দিক থেকে ফরিদপুর-সালথা সড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে গুঁড়িয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে করেন। এর মধ্যে জিহাদ মোল্যা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, ‘ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে এক যুবক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও দুই কিশোর-কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন কিশোর-কিশোরী আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে ফরিদপুর-সালথা সড়কের উপজেলার গট্টি ইউনিয়নের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে লোকজন আসার আগেই নসিমন চালক পালিয়ে যায়।
দুর্ঘটনায় নিহত যুবক ফরিদপুর সদরের ঘোড়াদাহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২০)। আহতেরা হলো—প্রতাবপুর গ্রামের নিজামদ্দীন শেখের ছেলে সোহেল শেখ (১৬) ও একই গ্রামের বাবু মোল্যার বন্যা মেয়ে আক্তার (১৪) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফরিদপুর সদরের দিক থেকে ফরিদপুর-সালথা সড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে গুঁড়িয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে করেন। এর মধ্যে জিহাদ মোল্যা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, ‘ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে এক যুবক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও দুই কিশোর-কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে