নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বিদ্রোহী প্রার্থীর নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।
বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় বলে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী)। ইমাম-উল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে জানা গেছে।
ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ ছাড়া তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে নেয়।
এ ব্যাপারে জানতে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর ফোন নম্বরে যোগাযোগ করা হলে, তিনি ফোন কেটে দেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বিদ্রোহী প্রার্থীর নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।
বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় বলে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী)। ইমাম-উল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে জানা গেছে।
ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ ছাড়া তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে নেয়।
এ ব্যাপারে জানতে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর ফোন নম্বরে যোগাযোগ করা হলে, তিনি ফোন কেটে দেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে