ফরিদপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তাক্ত বিধ্বস্ত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম কাউলিবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়া। মেয়েকে ফিরে পেতে গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে তাঁর মেয়ে নিখোঁজ হয়।
তারা মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন যাবৎ মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করেছি। এরপর একটি ভিডিও দেখেছি। যেখানে ওকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। জানি না সে কোথায় কীভাবে আছে।’
তারা মিয়া দাবি করেন, তাঁর মেয়ের নাম অনন্যা আক্তার (১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রাতে কোনো এক সড়কের পাশে তাকে আহত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। ফেসবুকে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলায় রাস্তার ওপর বসে আছে মেয়েটি। গায়ের কাপড় কিছুটা এলোমেলো, মুখে ও বুকে রক্ত লেগে আছে। উপস্থিত জনতা টর্চলাইটের আলো জ্বেলে তার সঙ্গে কথা বলে। এ সময় পরিচয় জানতে চাইলে সে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু তা বোঝা যাচ্ছে না। ওই ভিডিও দেখার পর তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে গত ২৩ জানুয়ারি একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে ওই ভিডিওটিও দেখেছি। তবে সেটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভেতরে থাকলে কোনো না কোনো থানা জানতে পারত। ভিডিওটি শুনে ভারতের মনে হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তাক্ত বিধ্বস্ত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম কাউলিবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়া। মেয়েকে ফিরে পেতে গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে তাঁর মেয়ে নিখোঁজ হয়।
তারা মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন যাবৎ মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করেছি। এরপর একটি ভিডিও দেখেছি। যেখানে ওকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। জানি না সে কোথায় কীভাবে আছে।’
তারা মিয়া দাবি করেন, তাঁর মেয়ের নাম অনন্যা আক্তার (১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রাতে কোনো এক সড়কের পাশে তাকে আহত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। ফেসবুকে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলায় রাস্তার ওপর বসে আছে মেয়েটি। গায়ের কাপড় কিছুটা এলোমেলো, মুখে ও বুকে রক্ত লেগে আছে। উপস্থিত জনতা টর্চলাইটের আলো জ্বেলে তার সঙ্গে কথা বলে। এ সময় পরিচয় জানতে চাইলে সে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু তা বোঝা যাচ্ছে না। ওই ভিডিও দেখার পর তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে গত ২৩ জানুয়ারি একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে ওই ভিডিওটিও দেখেছি। তবে সেটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভেতরে থাকলে কোনো না কোনো থানা জানতে পারত। ভিডিওটি শুনে ভারতের মনে হয়েছে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে