ফরিদপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের প্রচারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারে আসেন মাশরাফি বিন মর্তুজা। এরপর তিনি কামারগ্রাম আদর্শ কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান।
নির্বাচনী সভায় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘কার সঙ্গে নির্বাচনে আসলাম! মাঝে মাঝে মনে হয়, গলায় রশি দিয়ে মরে যাই। তোমার বয়স ৪৬ বছর। আর আমার রাজনীতির বয়সই ৫৭ বছর। আমি যেদিন মুক্তিযুদ্ধ করেছি, সেদিন তুমি মায়ের পেটে পর্যন্ত আসোনি।’
জনসভায় বক্তব্যে আবদুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে আমি এলাকায় সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তখন আমরা বসে থাকতে পারি না। এ জন্য আমাকে সারা দেশে সময় দিতে হয়েছে। এ জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি। তবে আমি কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি।’
নির্বাচনে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুর রহমান। তিনি বলেন, ‘৭ তারিখে (৭ জানুয়ারি) প্রমাণিত হবে, মানুষ কালোটাকায় ভোট দেয় না।’
এ সময় মাশরাফি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আবদুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ তিনি ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের পক্ষে ভোট চান। একই সঙ্গে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দিলীপ রায়, কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের প্রচারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারে আসেন মাশরাফি বিন মর্তুজা। এরপর তিনি কামারগ্রাম আদর্শ কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান।
নির্বাচনী সভায় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘কার সঙ্গে নির্বাচনে আসলাম! মাঝে মাঝে মনে হয়, গলায় রশি দিয়ে মরে যাই। তোমার বয়স ৪৬ বছর। আর আমার রাজনীতির বয়সই ৫৭ বছর। আমি যেদিন মুক্তিযুদ্ধ করেছি, সেদিন তুমি মায়ের পেটে পর্যন্ত আসোনি।’
জনসভায় বক্তব্যে আবদুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে আমি এলাকায় সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তখন আমরা বসে থাকতে পারি না। এ জন্য আমাকে সারা দেশে সময় দিতে হয়েছে। এ জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি। তবে আমি কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি।’
নির্বাচনে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুর রহমান। তিনি বলেন, ‘৭ তারিখে (৭ জানুয়ারি) প্রমাণিত হবে, মানুষ কালোটাকায় ভোট দেয় না।’
এ সময় মাশরাফি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আবদুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ তিনি ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের পক্ষে ভোট চান। একই সঙ্গে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দিলীপ রায়, কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া প্রমুখ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে