ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নৌকার দুটি ক্যাম্পে আগুন দেওয়া হয়। এতে ক্যাম্প দুটির চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শামীম হক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
শামীম হকের নির্বাচনী সমন্বয়কারী পৌর মেয়র অমিতাভ বোস অভিযোগ করেন, ‘নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকেরা নৌকার ক্যাম্পে আগুন দিচ্ছে। তারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়।’
বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়কারী শোয়েবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা কেন ঘটাতে যাবো। চারিদিকে ঈগলের গণজোয়ারের কারনে তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দায়ি করছে। এ ছাড়াও নৌকার সমর্থকেরা প্রতিদিন আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, কর্মীদের গুলি করারও হুমকি দিচ্ছে।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নৌকার দুটি ক্যাম্পে আগুন দেওয়া হয়। এতে ক্যাম্প দুটির চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শামীম হক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
শামীম হকের নির্বাচনী সমন্বয়কারী পৌর মেয়র অমিতাভ বোস অভিযোগ করেন, ‘নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকেরা নৌকার ক্যাম্পে আগুন দিচ্ছে। তারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়।’
বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়কারী শোয়েবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা কেন ঘটাতে যাবো। চারিদিকে ঈগলের গণজোয়ারের কারনে তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দায়ি করছে। এ ছাড়াও নৌকার সমর্থকেরা প্রতিদিন আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, কর্মীদের গুলি করারও হুমকি দিচ্ছে।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে