ফরিদপুর প্রতিনিধি

‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’

‘বিজয় দিবসের মিটিং হবে–আওয়ামী লীগের প্রতিনিধি বসবে এই পাশে, এটা ঠিক না। আপনি সেভাবে জায়গা রাখেন নাই কেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এভাবেই শাসাতে দেখা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
ভিডিওতে তাঁকে ইউএনওর উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমি বলি, কাজী জাফরউল্যাহ নৌকা পাইছে, আগামীতে মনোনয়ন দাখিল করব। যদি আওয়ামী লীগ মিটিংয়ে ডাকে, সেদিন মিটিংয়ে আসব, তার আগে মিটিংয়ে আসব না। আপনি ফরিদপুরের মিটিং দেখেন না? ডিসি মিটিং করে দেখেন না? আমরা সহজে কথা বলি না, কিছু বিষয় আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই আওয়ামী লীগ নেতার নাম আকরামুজ্জামান রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্যাহর সমর্থক।
তবে, বিষয়টিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আকরামুজ্জামান রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের কারণে এমনটা হয়েছে। এখানে ইউএনওর কোনো দোষ নেই। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, পরে মীমাংসা হয়েছে। এটা তেমন কোনো বিষয় না।’
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কাজী জাফরউল্যাহ নৌকা পাওয়ায় এমন গরম দেখিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে উনি এই আচরণ করতে পারে না। উনি শিষ্টাচার-বহির্ভূত আচরণ করেছে। উনি মিটিংয়ে দেরিতে এসেছিল, পরে আসলে তো চেয়ার খালি থাকে না। জায়গা করে দিতে দেরি হওয়ায় ইউএনওর সঙ্গে মেজাজ দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কারণ, উনারা নৌকা মার্কা পেয়েছেন, এ জন্য উনাদের গরমই আলাদা। মার্কাকে উনারা লটারি মনে করতেছে। একজন সরকারি বিসিএস কর্মকর্তার সঙ্গে উনার এমন আচরণ করা ঠিক হয়নি।’
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলরুম অনেক ছোট। লোক বেড়ে গেলে চেয়ার থাকে না। স্টাফদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। স্টাফরা আগে থেকে চেয়ার দিলে এমনটা হতো না।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে