দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-দুই) গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের মধ্যবালুবাড়ী এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখেন তাঁরা। ধোঁয়ায় আকাশ ঢেকে গেলে গুদামঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাওয়ার হাউসের গুদামঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফরমারের তেল পুড়ে গাঢ় কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে গুদামঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পাওয়ার হাউসের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।
দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‘অফিসের পাশে আমাদের ট্রান্সফরমার মেরামতের কারখানা রয়েছে। মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-দুই) গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের মধ্যবালুবাড়ী এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখেন তাঁরা। ধোঁয়ায় আকাশ ঢেকে গেলে গুদামঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাওয়ার হাউসের গুদামঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফরমারের তেল পুড়ে গাঢ় কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে গুদামঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পাওয়ার হাউসের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।
দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‘অফিসের পাশে আমাদের ট্রান্সফরমার মেরামতের কারখানা রয়েছে। মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২১ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে