Ajker Patrika

এক দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৩৯
এক দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে এক দিন কাজ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। গতকাল বুধবার শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে খনির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান (জিটিসি) ওই দিন সকাল থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দেয়। 

ঘটনার দিন রাতেই দুপক্ষের বৈঠকে সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরদিন সাকাল থেকে আবারও উৎপাদন কাজ শুরু হয় এবং শ্রমিকেরা কাজে যোগদান করে। 

জানা গেছে, মধ্যপাড়া খনির উৎপাদন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের (জিটিসি) নিয়োগ করা খনিশ্রমিকের সংখ্যা সাড়ে ৮০০। শ্রমিকেরা বেশ কিছু দাবি নিয়ে কিছুদিন ধরে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিলেন। গতকাল///// বুধবার সকাল থেকে আবারও পাঁচ দফা দাবিতে তাঁরা খনির মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি খনিশ্রমিকদের মাসিক বেতন–ভাতা, উৎসব বোনাস ও ছুটি দিতে হবে। চুক্তির শর্ত মোতাবেক বার্ষিক শতাংশ হারে বেতন বৃদ্ধি ও পদোন্নতি করতে হবে। ছাঁটাই করা খনিশ্রমিকদের অনতিবিলম্বে নিঃশর্তভাবে নিয়োগ প্রদান করতে হবে এবং মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অজুহাতে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। সরকার ঘোষিত ছুটি ও যান্ত্রিক ত্রুটি এবং জিটিসি কর্তৃপক্ষ ঘোষিত ছুটিতে বেতন-ভাতা কর্তন করা যাবে না। কোনো শ্রমিককে ছাঁটাই করতে হলে তিন মাসের বেতন প্রদান করতে হবে। 

এদিকে গতকাল সকাল থেকে পাথর উত্তোলন কাজ বন্ধ করায় শ্রমিকদের মাঝে আরও উত্তেজনার সৃষ্টি হয় এবং জিটিসির প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্দোলন আরও জোরদার করেন। তাঁরা সকাল থেকে খনির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ ঘটনায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির কর্মকর্তারা এ নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। একপর্যায়ে শ্রমিকদের দাবিগুলোর বিষয়ে খনি কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে দাবি মানার আশ্বাস দেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খনির উৎপাদনকাজ শুরু করা হয় এবং শ্রমিকেরা কাজে যোগদান করেন। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা চলে। এ কারণে উৎপাদনকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে বৈঠকে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। তাঁরাও এতে সম্মতি দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আজ সাকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু করা হয়েছে। শ্রমিকেরা সকাল থেকে কাজে যোগদান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত