দিনাজপুর প্রতিনিধি

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চল। টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা দিনাজপুরে। দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। এক সপ্তাহ থেকে দেখা মিলছে না সূর্যের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। দিনভর ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে জনজীবন।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে আজ সমবার সকাল ৯টায় দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনাজপুরে একটানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
শহরের ঘাসিপাড়ায় ইজিবাইকচালক সোহেল রানা বলেন, ‘যে শীত তাতে লোকজন তো জরুরি কাজ ছাড়া বাহিরই হয় না। ভাড়াই নাই। কামাই তো অর্ধেক কমি গেইছে।’
সুইহারী এলাকার ষাটোর্ধ্ব বেলাল হোসেন বলেন, ‘যে শীত পড়ছে আমাদের মতো বৃদ্ধদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। বাইরে চলাফেরাই করতে পারছি না।’
এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই ও ডায়ারিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ঠান্ডায় আক্রান্ত রোগীদের।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, টানা এক সপ্তাহ থেকে সূর্যের দেখা নেই। তীব্র শীতের কারণে সবাইকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
সব সময় গরম খাবার ও গরম পানি খেতে হবে। সঙ্গে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি খেতে হবে। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস খাওয়ার ব্যাপারেও সকলকে সতর্ক করেন সিভিল সার্জন।

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চল। টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা দিনাজপুরে। দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। এক সপ্তাহ থেকে দেখা মিলছে না সূর্যের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। দিনভর ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে জনজীবন।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে আজ সমবার সকাল ৯টায় দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনাজপুরে একটানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
শহরের ঘাসিপাড়ায় ইজিবাইকচালক সোহেল রানা বলেন, ‘যে শীত তাতে লোকজন তো জরুরি কাজ ছাড়া বাহিরই হয় না। ভাড়াই নাই। কামাই তো অর্ধেক কমি গেইছে।’
সুইহারী এলাকার ষাটোর্ধ্ব বেলাল হোসেন বলেন, ‘যে শীত পড়ছে আমাদের মতো বৃদ্ধদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। বাইরে চলাফেরাই করতে পারছি না।’
এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই ও ডায়ারিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ঠান্ডায় আক্রান্ত রোগীদের।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, টানা এক সপ্তাহ থেকে সূর্যের দেখা নেই। তীব্র শীতের কারণে সবাইকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
সব সময় গরম খাবার ও গরম পানি খেতে হবে। সঙ্গে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি খেতে হবে। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস খাওয়ার ব্যাপারেও সকলকে সতর্ক করেন সিভিল সার্জন।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১১ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
১৫ মিনিট আগে