ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ঋতুচক্রে (আষাঢ়-শ্রাবণ) ভরা বর্ষাকাল, আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হলেও উল্লেখযোগ্য হারে বৃষ্টির দেখা নেই এই অঞ্চলে। বর্তমানে আমনের চারা লাগানোর ভরা মৌসুম । এ অবস্থায় মাঝেমধ্যে দু-এক ফোঁটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই। আষাঢ় শেষ হলেও পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। প্রকৃতির এই বিরূপ আচরণে দেশের শস্যভান্ডার খ্যাত দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। ইতিমধ্যে উপজেলায় কৃষকদের আমনখেত চাষ করতে গভীর ও অগভীর নলকূপ চালু করেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ টন। কিন্তু বৃষ্টি না থাকায় জমিতে হালচাষ ও রোপণ ব্যাহত হচ্ছে।
মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ জমির আইল কেটে প্রস্তুত করছেন, কেউ সেচ দিয়ে কোনোভাবে চারা রোপণের চেষ্টা করছেন। ডোবা-নালা থেকে শ্যালো মেশিনে পানি তুলে কাজ চালাচ্ছেন অনেকে। এতে জমিতে চাষ ও সেচে ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ।
খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক শাহিনুর ইসলাম বলেন, ‘এক একর জমিতে ধান লাগাব, কিন্তু পানির অভাবে পারছি না। সেচ দিয়ে লাগালে ১৬ হাজার টাকার বেশি খরচ হবে।’
আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, এবার সাড়ে তিন একর জমিতে তিনি আমন চাষ করবেন। বৃষ্টি না থাকায় দুই একর জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে লাগানোর চিন্তা করছেন। তিনি বলেন, শ্রাবণের মাঝামাঝি রোপা আমনের চারা লাগানো যাবে, তবে কিছু ধানের জাত আছে দেরি করে লাগালে ফলন ভালো হবে না, তাই বাধ্য হয়ে সেচ দিয়ে লাগাব। চারা লাগানোর পরও যদি বৃষ্টি না হয়, তাহলে সেচ দিয়েই আবাদ করতে হবে। এতে খরচ বেড়ে যাবে।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, ১১৩টি গভীর নলকূপের মধ্যে ৫৯টি সচল আছে। ঘণ্টাপ্রতি ১৩০ টাকায় এসব নলকূপ থেকে কৃষকদের পানি সরবরাহ করা হচ্ছে। কিছু এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ায় নলকূপ বন্ধ আছে, প্রয়োজনে সেগুলোও চালু করা হবে।

আবহাওয়া অফিস জানায়, ২৫ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এর আগে তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান বলেন, ‘এই মৌসুমে পানি কম হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ দিতে পারছেন না সত্য। তবে আমন রোপণের এখনো যথেষ্ট সময় আছে। সাধারণত ২০ জুলাই থেকে শুরু করে ১৫ আগস্ট পর্যন্ত আমন চাষাবাদ করা যায়। এ ছাড়া আমাদের এলাকায় ব্রি ৩৪ জাতের সুগন্ধি ধানের চাষ বেশি হয়, যা লাগানোর পর্যাপ্ত সময় রয়েছে।’

ঋতুচক্রে (আষাঢ়-শ্রাবণ) ভরা বর্ষাকাল, আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হলেও উল্লেখযোগ্য হারে বৃষ্টির দেখা নেই এই অঞ্চলে। বর্তমানে আমনের চারা লাগানোর ভরা মৌসুম । এ অবস্থায় মাঝেমধ্যে দু-এক ফোঁটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই। আষাঢ় শেষ হলেও পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। প্রকৃতির এই বিরূপ আচরণে দেশের শস্যভান্ডার খ্যাত দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। ইতিমধ্যে উপজেলায় কৃষকদের আমনখেত চাষ করতে গভীর ও অগভীর নলকূপ চালু করেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ টন। কিন্তু বৃষ্টি না থাকায় জমিতে হালচাষ ও রোপণ ব্যাহত হচ্ছে।
মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ জমির আইল কেটে প্রস্তুত করছেন, কেউ সেচ দিয়ে কোনোভাবে চারা রোপণের চেষ্টা করছেন। ডোবা-নালা থেকে শ্যালো মেশিনে পানি তুলে কাজ চালাচ্ছেন অনেকে। এতে জমিতে চাষ ও সেচে ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ।
খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক শাহিনুর ইসলাম বলেন, ‘এক একর জমিতে ধান লাগাব, কিন্তু পানির অভাবে পারছি না। সেচ দিয়ে লাগালে ১৬ হাজার টাকার বেশি খরচ হবে।’
আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, এবার সাড়ে তিন একর জমিতে তিনি আমন চাষ করবেন। বৃষ্টি না থাকায় দুই একর জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে লাগানোর চিন্তা করছেন। তিনি বলেন, শ্রাবণের মাঝামাঝি রোপা আমনের চারা লাগানো যাবে, তবে কিছু ধানের জাত আছে দেরি করে লাগালে ফলন ভালো হবে না, তাই বাধ্য হয়ে সেচ দিয়ে লাগাব। চারা লাগানোর পরও যদি বৃষ্টি না হয়, তাহলে সেচ দিয়েই আবাদ করতে হবে। এতে খরচ বেড়ে যাবে।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, ১১৩টি গভীর নলকূপের মধ্যে ৫৯টি সচল আছে। ঘণ্টাপ্রতি ১৩০ টাকায় এসব নলকূপ থেকে কৃষকদের পানি সরবরাহ করা হচ্ছে। কিছু এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ায় নলকূপ বন্ধ আছে, প্রয়োজনে সেগুলোও চালু করা হবে।

আবহাওয়া অফিস জানায়, ২৫ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এর আগে তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান বলেন, ‘এই মৌসুমে পানি কম হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ দিতে পারছেন না সত্য। তবে আমন রোপণের এখনো যথেষ্ট সময় আছে। সাধারণত ২০ জুলাই থেকে শুরু করে ১৫ আগস্ট পর্যন্ত আমন চাষাবাদ করা যায়। এ ছাড়া আমাদের এলাকায় ব্রি ৩৪ জাতের সুগন্ধি ধানের চাষ বেশি হয়, যা লাগানোর পর্যাপ্ত সময় রয়েছে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে