দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) টানা ১৬ দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রশাসনিক শীর্ষপর্যায়ের পদগুলোয় শিক্ষকের বদলে পেশাদার কর্মকর্তা নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ৯ জুলাই থেকে কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে।
হাবিপ্রবি অফিসার্স ফোরাম জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যার সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। আগামী রোববার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।
জানা গেছে, গত ৫ আগস্টপরবর্তী একাধিক সভায় রেজিস্ট্রারসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোয় শিক্ষকদের পরিবর্তে পেশাদার কর্মকর্তা নিয়োগের দাবি জানান হাবিপ্রবির কর্মকর্তারা। তাঁদের মতে, শিক্ষকেরা প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সেশনজট বৃদ্ধি পাচ্ছে। গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুটিন উপাচার্য হিসেবে দায়িত্বপালনকারী প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজের সঙ্গে সাক্ষাৎ করে কর্মকর্তারা একই দাবি জানান। উপাচার্য তাঁদের দুই থেকে ছয় মাসের মধ্যে এসব পদে কর্মকর্তা নিয়োগের আশ্বাস দেন।
সম্প্রতি রেজিস্ট্রার পদ শূন্য হলে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আবু হাসান অতিরিক্ত দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কর্মকর্তারা রেজিস্ট্রার পদে শুধু কর্মকর্তা নিয়োগের পক্ষে মত দেন এবং তাঁর প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান।
হাবিপ্রবি অফিসার্স ফোরামের কর্মকর্তারা জানান, ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দেন তাঁরা। এতে আগামী ৫ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্ব কর্মকর্তাদের না দিলে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু তাঁদের দাবি উপেক্ষা করে ৮ জুলাই রাতে প্রফেসর ড. আবু হাসানকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি ইউজিসির নির্দেশনা লঙ্ঘন বলে উল্লেখ করে অফিসার্স ফোরাম এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয়।
হাবিপ্রবি অফিসার্স ফোরামের দাবি, বর্তমানে অন্তত বিশ্ববিদ্যালয়ের ১১ জন কর্মকর্তা বিধি অনুযায়ী যোগ্যতাসম্পন্ন এবং তাঁদের মধ্যে তিনজন পিএইচডি ডিগ্রিধারী। তবুও তাঁদের উপেক্ষা করে শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈষম্যমূলক আচরণের প্রমাণ। অফিসার্স ফোরাম রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (অর্থ ও হিসাব) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বিধি অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার দাবি জানায়।
এ বিষয়ে হাবিপ্রবি অফিসার্স ফোরামের আহ্বায়ক মাহবুব উল হাসান বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত ন্যায়সংগত। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সুষ্পষ্ট নির্দেশনাও রয়েছে। আজকে আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে বসেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা কার্যকর বাস্তবায়ন চাই। বিষয়টি নিয়ে আগামী রোববার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালকের সঙ্গে কথা বলেন। উনি বিস্তারিত জানাবেন।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, উপাচার্য কর্মকর্তাদের দাবিগুলো বিবেচনা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি এ বিষয়ে আগামী বুধবার থেকে ইউজিসিতে যোগাযোগ সাপেক্ষে পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেবেন।

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) টানা ১৬ দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রশাসনিক শীর্ষপর্যায়ের পদগুলোয় শিক্ষকের বদলে পেশাদার কর্মকর্তা নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ৯ জুলাই থেকে কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে।
হাবিপ্রবি অফিসার্স ফোরাম জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যার সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। আগামী রোববার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।
জানা গেছে, গত ৫ আগস্টপরবর্তী একাধিক সভায় রেজিস্ট্রারসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোয় শিক্ষকদের পরিবর্তে পেশাদার কর্মকর্তা নিয়োগের দাবি জানান হাবিপ্রবির কর্মকর্তারা। তাঁদের মতে, শিক্ষকেরা প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সেশনজট বৃদ্ধি পাচ্ছে। গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুটিন উপাচার্য হিসেবে দায়িত্বপালনকারী প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজের সঙ্গে সাক্ষাৎ করে কর্মকর্তারা একই দাবি জানান। উপাচার্য তাঁদের দুই থেকে ছয় মাসের মধ্যে এসব পদে কর্মকর্তা নিয়োগের আশ্বাস দেন।
সম্প্রতি রেজিস্ট্রার পদ শূন্য হলে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আবু হাসান অতিরিক্ত দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কর্মকর্তারা রেজিস্ট্রার পদে শুধু কর্মকর্তা নিয়োগের পক্ষে মত দেন এবং তাঁর প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান।
হাবিপ্রবি অফিসার্স ফোরামের কর্মকর্তারা জানান, ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দেন তাঁরা। এতে আগামী ৫ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্ব কর্মকর্তাদের না দিলে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু তাঁদের দাবি উপেক্ষা করে ৮ জুলাই রাতে প্রফেসর ড. আবু হাসানকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি ইউজিসির নির্দেশনা লঙ্ঘন বলে উল্লেখ করে অফিসার্স ফোরাম এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয়।
হাবিপ্রবি অফিসার্স ফোরামের দাবি, বর্তমানে অন্তত বিশ্ববিদ্যালয়ের ১১ জন কর্মকর্তা বিধি অনুযায়ী যোগ্যতাসম্পন্ন এবং তাঁদের মধ্যে তিনজন পিএইচডি ডিগ্রিধারী। তবুও তাঁদের উপেক্ষা করে শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈষম্যমূলক আচরণের প্রমাণ। অফিসার্স ফোরাম রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (অর্থ ও হিসাব) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বিধি অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার দাবি জানায়।
এ বিষয়ে হাবিপ্রবি অফিসার্স ফোরামের আহ্বায়ক মাহবুব উল হাসান বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত ন্যায়সংগত। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সুষ্পষ্ট নির্দেশনাও রয়েছে। আজকে আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে বসেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা কার্যকর বাস্তবায়ন চাই। বিষয়টি নিয়ে আগামী রোববার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালকের সঙ্গে কথা বলেন। উনি বিস্তারিত জানাবেন।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, উপাচার্য কর্মকর্তাদের দাবিগুলো বিবেচনা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি এ বিষয়ে আগামী বুধবার থেকে ইউজিসিতে যোগাযোগ সাপেক্ষে পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেবেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে