হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে একটি ১৪ সদস্যের প্রতিনিধি দল দেশে প্রবেশ করে। পরে দু-দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দেশের পক্ষে ফুল বিনিময় করে। এরপর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়।
ভারতের উজ্জীবন সোসাইটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
এ সময় দু-দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা। দুই বাংলার বাংলা ভাষা-ভাষীদের একত্রিত হওয়ায় এক মিলনমেলায় রূপ নেয় স্থানটি।
এ দিকে কাঁটাতারের বেড়ার বিভেদ পেরিয়ে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজনের আশা জনপ্রতিনিধিদের।
ভারতে উজ্জীবন সোসাইটির সভাপতি সুরুজ কুমার দাস আজকের পত্রিকাকে জানান, ‘এপার বাংলা-ওপার বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি-কালচারও একই, শুধু তারকাটা বেড়াতে দুই বাংলাকে ভাগ করা হয়েছে। বেড়া বেড়ার জায়গায় থাক, প্রতিবছর মহান ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হতে চাই। তাই বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা করে দিলে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সব সীমানা পেরিয়ে বাংলা ভাষা স্থান করে নেবে নিজ গরিমায়।’
হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ভাষার টানে ভারত থেকে একদল অতিথি আমাদের দেশে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা যৌথভাবে প্রতিবছর জিরো পয়েন্টে অনুষ্ঠান করতে আগ্রহী। কিন্তু সীমান্তে প্রশাসনিক অবস্থার কারণে অনুষ্ঠানগুলি করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব প্রতি বছর যেন সীমান্তে অনুষ্ঠান হয়।’

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে একটি ১৪ সদস্যের প্রতিনিধি দল দেশে প্রবেশ করে। পরে দু-দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দেশের পক্ষে ফুল বিনিময় করে। এরপর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়।
ভারতের উজ্জীবন সোসাইটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
এ সময় দু-দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা। দুই বাংলার বাংলা ভাষা-ভাষীদের একত্রিত হওয়ায় এক মিলনমেলায় রূপ নেয় স্থানটি।
এ দিকে কাঁটাতারের বেড়ার বিভেদ পেরিয়ে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজনের আশা জনপ্রতিনিধিদের।
ভারতে উজ্জীবন সোসাইটির সভাপতি সুরুজ কুমার দাস আজকের পত্রিকাকে জানান, ‘এপার বাংলা-ওপার বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি-কালচারও একই, শুধু তারকাটা বেড়াতে দুই বাংলাকে ভাগ করা হয়েছে। বেড়া বেড়ার জায়গায় থাক, প্রতিবছর মহান ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হতে চাই। তাই বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা করে দিলে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সব সীমানা পেরিয়ে বাংলা ভাষা স্থান করে নেবে নিজ গরিমায়।’
হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ভাষার টানে ভারত থেকে একদল অতিথি আমাদের দেশে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা যৌথভাবে প্রতিবছর জিরো পয়েন্টে অনুষ্ঠান করতে আগ্রহী। কিন্তু সীমান্তে প্রশাসনিক অবস্থার কারণে অনুষ্ঠানগুলি করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব প্রতি বছর যেন সীমান্তে অনুষ্ঠান হয়।’

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৮ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে