দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’

দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৮ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে