নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১০ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩১ মিনিট আগে