খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের শেষ দিন দিনাজপুরের খানসামায় একই স্থানে একই সময়ে জনসভা আয়োজনের অনুমতি চেয়েছেন তিন প্রার্থী। গত সোমবার প্রচার শুরুর দিনে প্রশাসনের কাছে তাঁরা অনুমতি চেয়ে এই আবেদন করেন।
প্রচারের শেষ দিন ২৭ মে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র পাকেরহাট শহীদ মিনার চত্বরে জনসভা আয়োজন করতে চান তিন প্রার্থী। তাঁরা হলেন চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন; আনারস প্রতীকের প্রার্থী দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। তাঁরা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, জনসভা আয়োজনে অনুমতির বিষয়টি থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখভাল করে। অবস্থা বুঝে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাতে প্রার্থীদের বলা হয়েছে।
তিন প্রার্থীর একই সময়ে একই স্থানে জনসভার আবেদনের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, প্রচার শুরুর প্রথম দিনেই তিন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমন্বয় করে জনসভা আয়োজনের সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা ও নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত। তাতে সব প্রার্থী, সমর্থক ও ভোটারের সহযোগিতা প্রয়োজন, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।
উল্লেখ্য, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ওই তিন প্রার্থী ছাড়াও ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের শেষ দিন দিনাজপুরের খানসামায় একই স্থানে একই সময়ে জনসভা আয়োজনের অনুমতি চেয়েছেন তিন প্রার্থী। গত সোমবার প্রচার শুরুর দিনে প্রশাসনের কাছে তাঁরা অনুমতি চেয়ে এই আবেদন করেন।
প্রচারের শেষ দিন ২৭ মে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র পাকেরহাট শহীদ মিনার চত্বরে জনসভা আয়োজন করতে চান তিন প্রার্থী। তাঁরা হলেন চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন; আনারস প্রতীকের প্রার্থী দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। তাঁরা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, জনসভা আয়োজনে অনুমতির বিষয়টি থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখভাল করে। অবস্থা বুঝে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাতে প্রার্থীদের বলা হয়েছে।
তিন প্রার্থীর একই সময়ে একই স্থানে জনসভার আবেদনের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, প্রচার শুরুর প্রথম দিনেই তিন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমন্বয় করে জনসভা আয়োজনের সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা ও নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত। তাতে সব প্রার্থী, সমর্থক ও ভোটারের সহযোগিতা প্রয়োজন, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।
উল্লেখ্য, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ওই তিন প্রার্থী ছাড়াও ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৬ মিনিট আগে