বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক অসুস্থ বিধবাকে চিকিৎসা অনুদানের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার বেলা দুইটার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তানভির রাজন সৌরভ উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ঢাকার তেজগাঁও সরকারি কলেজের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী বিধবা আঞ্জুয়ারা খাতুন উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের ফুলডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং ওই ইউনিয়নের মাধুপুর গ্রামের মৃত মশিকুল ইসলামের স্ত্রী। উপজেলার বিভিন্ন গ্রামে কাপড় বিক্রি করেন। তিনি দীর্ঘদিন মেরুদণ্ডের ক্ষয়রোগে ভুগছেন।
আঞ্জুয়ারা অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ মাস আগে ছাত্রলীগ নেতা সৌরভ আমাদের আশ্রয়ণ প্রকল্পে আসেন। সেখানে তিনি এক দোকানদারের কাছে আশ্রয়ণের বাসিন্দাদের মধ্যে অসুস্থদের নাম জানতে চান। পরে ওই দোকানদার সৌরভের সঙ্গে আমার পরিচয় করে দেন। তখন সৌরভ আমাকে এমপির কাছ থেকে চিকিৎসা অনুদানের ৫০ হাজার টাকা পাইয়ে দেওয়ার কথা বলেন। এ জন্য তিনি বিভিন্ন সময়ে আমার কাছে মোট ১৪ হাজার ৬০০ টাকা নেন।’
আঞ্জুয়ারা আরও বলেন, ‘পরে সৌরভকে চিকিৎসা অনুদানের টাকার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইলে হুমকি দেন। তাঁর বাড়িতে গিয়ে টাকার কথা বললে তাঁর মা-বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’
তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা সৌরভ বলেন, ‘আমি ওই নারীর কাছ থেকে কোনো ঘুষ নেইনি। দুই মাস আগে আমি তাঁর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। গ্রামের কিছু মানুষ ওই মহিলাকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক বিধবার কাছ থেকে সৌরভের টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বুধবার দুপুরে এ বিষয়ে উপজেলা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি সভা হয়েছে। সভার সিদ্ধান্ত এবং জেলা কমিটির পরামর্শে সৌরভকে জোতবানী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে আরও বলেন, ‘সেই সঙ্গে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং জেলা কমিটির পরামর্শে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সৌরভের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক অসুস্থ বিধবাকে চিকিৎসা অনুদানের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার বেলা দুইটার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তানভির রাজন সৌরভ উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ঢাকার তেজগাঁও সরকারি কলেজের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী বিধবা আঞ্জুয়ারা খাতুন উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের ফুলডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং ওই ইউনিয়নের মাধুপুর গ্রামের মৃত মশিকুল ইসলামের স্ত্রী। উপজেলার বিভিন্ন গ্রামে কাপড় বিক্রি করেন। তিনি দীর্ঘদিন মেরুদণ্ডের ক্ষয়রোগে ভুগছেন।
আঞ্জুয়ারা অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ মাস আগে ছাত্রলীগ নেতা সৌরভ আমাদের আশ্রয়ণ প্রকল্পে আসেন। সেখানে তিনি এক দোকানদারের কাছে আশ্রয়ণের বাসিন্দাদের মধ্যে অসুস্থদের নাম জানতে চান। পরে ওই দোকানদার সৌরভের সঙ্গে আমার পরিচয় করে দেন। তখন সৌরভ আমাকে এমপির কাছ থেকে চিকিৎসা অনুদানের ৫০ হাজার টাকা পাইয়ে দেওয়ার কথা বলেন। এ জন্য তিনি বিভিন্ন সময়ে আমার কাছে মোট ১৪ হাজার ৬০০ টাকা নেন।’
আঞ্জুয়ারা আরও বলেন, ‘পরে সৌরভকে চিকিৎসা অনুদানের টাকার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইলে হুমকি দেন। তাঁর বাড়িতে গিয়ে টাকার কথা বললে তাঁর মা-বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’
তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা সৌরভ বলেন, ‘আমি ওই নারীর কাছ থেকে কোনো ঘুষ নেইনি। দুই মাস আগে আমি তাঁর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। গ্রামের কিছু মানুষ ওই মহিলাকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক বিধবার কাছ থেকে সৌরভের টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বুধবার দুপুরে এ বিষয়ে উপজেলা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি সভা হয়েছে। সভার সিদ্ধান্ত এবং জেলা কমিটির পরামর্শে সৌরভকে জোতবানী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে আরও বলেন, ‘সেই সঙ্গে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং জেলা কমিটির পরামর্শে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সৌরভের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে