টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে রক্ষায় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দুটি পিস্তল দিয়ে অন্তত চার-পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
আজ সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, রানা আহাম্মদ সদর উপজেলার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।
হাসান সাদিক নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তাঁর কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল দুটি রিভলবার দিয়ে চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’
রানা আহাম্মেদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। সেই দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, রানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার খবর পেয়েছি। তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে রক্ষায় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দুটি পিস্তল দিয়ে অন্তত চার-পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
আজ সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, রানা আহাম্মদ সদর উপজেলার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।
হাসান সাদিক নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তাঁর কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল দুটি রিভলবার দিয়ে চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’
রানা আহাম্মেদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। সেই দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, রানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার খবর পেয়েছি। তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৬ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে