নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেন, যেসব প্রশ্ন উঠেছে তা নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেটের মধ্যে পড়ে।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইয়াসীন খান।
আদেশের পর ইশরাকের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা গেজেট স্থগিত চেয়েছিল, তা স্থগিত করেননি আপিল বিভাগ। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন আপিল করার যুক্তি না থাকায় আপিল করবে না বলে আগেই জানিয়েছে। আজকে আদেশ হলো, আবেদনকারীকে লিভ দেননি, কোনো স্থগিতাদেশ দেননি। নিষ্পত্তি করে বলেছেন ইসির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্তের আলোকে সরকার শপথ পড়াতে বাধ্য।
শপথের মেয়াদ শেষ হয়ে গেছে— এমন প্রশ্নে জবাবে ব্যারিস্টার খোকন বলেন, এটা কোনো সমস্যা নেই। কারণ যিনি নির্বাচিত হবেন তিনি ৩০ দিনের মধ্যে শপথ না নিলে তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। তখন নতুন নির্বাচন হবে। এখানে শপথ দেওয়া হয়নি। তাই তার দাবি রয়ে গেছে আইনগতভাবে। এখন নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত জানাবে।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেন ২০২০ সালে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। অন্তবর্তী সরকার অধ্যাদেশ জারি করে সকল নির্বাচিত মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছেন। এতে ইশরাকের ইলেকশন পিটিশন অকার্যকর হয়ে যায়। তারপরও তিনি পাওয়ার অব অ্যাটর্নি ছাড়া দুজন ভুয়া লোককে দিয়ে ইলেকশন পিটিশনের আবেদন সংশোধন করেছেন। যে নির্বাচন তিনি অবৈধ চাইলেন সেখানে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা চাইলেন। অথচ আইনে আছে ৩০ দিন পর এরকম কোনো আবেদন গ্রহণ করা যায় না।
তিনি বলেন, আমরা বিষয়টি আপিল বিভাগে তুলে ধরেছি। আপিল বিভাগ জানতে চেয়েছেন কমিশন কি করেছে? আমরা কমিশনকে আপিল করতে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়ো করে রাত ১০টার দিকে গেজেট করেছে। সেজন্য আমরা আদালতে বলেছি, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। আদালত নির্বাচন কমিশনকে বলেছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না কেন? তাহলে জাতির কাছে কি বার্তা যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত বলেছেন, এত বড় ভবন কি শুধু হাওয়া খাবার জন্য? আপনাদের তো সাংবিধানিক দায়িত্ব আছে।
আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশন আপিল দায়ের করবে। আর যদি তারা আপিল করতে ব্যার্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এখন গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। শপথ পড়ানোর কোনো সুযোগ নেই আর। উদাহারণ দিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে সংসদ নির্বাচনে মাওলানা দেলোযার হোসেন সাঈদী জয়ী হয়েছিলেন। তখন নির্বাচনের ফলাফল চ্যালঞ্জে করে শুধাংশ শেখর হালদার হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেখানে তিনি জয়লাভ করেন। পরে দেলোয়ার হোসেন সাঈদী আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করেন। তা নিষ্পত্তি হবার আগেই সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন আপিল বিভাগ মামলাটি অকার্যকর বলে খারিজ করে দেন। সুতরাং এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে, মেয়াদ শেষ হবার পরও মামলা ছিল বলে শপথ নিবেন।
এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে ২২ মে আদেশ দেন হাইকোর্ট। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
তার আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দিয়েছিলেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। তবে নোটিশর পর রাতেই গেজেট প্রকাশ করা হয়।
আইনি নোটিশে কাজ না হওয়ায় মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। শুনানি শেষে ওই রিট গত ২২ মে খারিজ করে দেন হাইকোর্ট।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেন, যেসব প্রশ্ন উঠেছে তা নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেটের মধ্যে পড়ে।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইয়াসীন খান।
আদেশের পর ইশরাকের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা গেজেট স্থগিত চেয়েছিল, তা স্থগিত করেননি আপিল বিভাগ। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন আপিল করার যুক্তি না থাকায় আপিল করবে না বলে আগেই জানিয়েছে। আজকে আদেশ হলো, আবেদনকারীকে লিভ দেননি, কোনো স্থগিতাদেশ দেননি। নিষ্পত্তি করে বলেছেন ইসির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্তের আলোকে সরকার শপথ পড়াতে বাধ্য।
শপথের মেয়াদ শেষ হয়ে গেছে— এমন প্রশ্নে জবাবে ব্যারিস্টার খোকন বলেন, এটা কোনো সমস্যা নেই। কারণ যিনি নির্বাচিত হবেন তিনি ৩০ দিনের মধ্যে শপথ না নিলে তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। তখন নতুন নির্বাচন হবে। এখানে শপথ দেওয়া হয়নি। তাই তার দাবি রয়ে গেছে আইনগতভাবে। এখন নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত জানাবে।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেন ২০২০ সালে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। অন্তবর্তী সরকার অধ্যাদেশ জারি করে সকল নির্বাচিত মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছেন। এতে ইশরাকের ইলেকশন পিটিশন অকার্যকর হয়ে যায়। তারপরও তিনি পাওয়ার অব অ্যাটর্নি ছাড়া দুজন ভুয়া লোককে দিয়ে ইলেকশন পিটিশনের আবেদন সংশোধন করেছেন। যে নির্বাচন তিনি অবৈধ চাইলেন সেখানে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা চাইলেন। অথচ আইনে আছে ৩০ দিন পর এরকম কোনো আবেদন গ্রহণ করা যায় না।
তিনি বলেন, আমরা বিষয়টি আপিল বিভাগে তুলে ধরেছি। আপিল বিভাগ জানতে চেয়েছেন কমিশন কি করেছে? আমরা কমিশনকে আপিল করতে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়ো করে রাত ১০টার দিকে গেজেট করেছে। সেজন্য আমরা আদালতে বলেছি, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। আদালত নির্বাচন কমিশনকে বলেছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না কেন? তাহলে জাতির কাছে কি বার্তা যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত বলেছেন, এত বড় ভবন কি শুধু হাওয়া খাবার জন্য? আপনাদের তো সাংবিধানিক দায়িত্ব আছে।
আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশন আপিল দায়ের করবে। আর যদি তারা আপিল করতে ব্যার্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এখন গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। শপথ পড়ানোর কোনো সুযোগ নেই আর। উদাহারণ দিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে সংসদ নির্বাচনে মাওলানা দেলোযার হোসেন সাঈদী জয়ী হয়েছিলেন। তখন নির্বাচনের ফলাফল চ্যালঞ্জে করে শুধাংশ শেখর হালদার হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেখানে তিনি জয়লাভ করেন। পরে দেলোয়ার হোসেন সাঈদী আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করেন। তা নিষ্পত্তি হবার আগেই সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন আপিল বিভাগ মামলাটি অকার্যকর বলে খারিজ করে দেন। সুতরাং এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে, মেয়াদ শেষ হবার পরও মামলা ছিল বলে শপথ নিবেন।
এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে ২২ মে আদেশ দেন হাইকোর্ট। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
তার আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দিয়েছিলেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। তবে নোটিশর পর রাতেই গেজেট প্রকাশ করা হয়।
আইনি নোটিশে কাজ না হওয়ায় মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। শুনানি শেষে ওই রিট গত ২২ মে খারিজ করে দেন হাইকোর্ট।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে