সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আর কয়েক ঘণ্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। সেই সঙ্গে রং-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশের এলাকা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। আজ শুক্রবার দুপুর ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে।
এদিকে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের কাজের অগ্রগতি দেখতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শন করছেন। সর্বশেষ নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমাবেশস্থলে এসে কাজের খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এমপি এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিয়া হায়াত আইভি থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতারা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতারা বলছেন, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি এই জনসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাছে এই সমাবেশটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই জনসমাবেশটি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সর্বশেষ প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতা-কর্মী সমাগম ঘটানোর তাগিদ দিয়েছেন।
প্রস্তুতির বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে আমাদের শতভাগ কাজ শেষ হয়েছে। পাশাপাশি বৃষ্টি হলে সমাবেশস্থলের কোথাও যেন পানি না জমে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ‘আশা করছি এই শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা এই সমাবেশটি করছি। তারা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা কখনোই দেশের মানুষ মেনে নিবে না। তারই কঠিন জবাব এই সমাবেশের মাধ্যমে দেওয়া হবে।’

আর কয়েক ঘণ্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। সেই সঙ্গে রং-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশের এলাকা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। আজ শুক্রবার দুপুর ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে।
এদিকে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের কাজের অগ্রগতি দেখতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শন করছেন। সর্বশেষ নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমাবেশস্থলে এসে কাজের খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এমপি এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিয়া হায়াত আইভি থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতারা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতারা বলছেন, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি এই জনসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাছে এই সমাবেশটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই জনসমাবেশটি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সর্বশেষ প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতা-কর্মী সমাগম ঘটানোর তাগিদ দিয়েছেন।
প্রস্তুতির বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে আমাদের শতভাগ কাজ শেষ হয়েছে। পাশাপাশি বৃষ্টি হলে সমাবেশস্থলের কোথাও যেন পানি না জমে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ‘আশা করছি এই শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা এই সমাবেশটি করছি। তারা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা কখনোই দেশের মানুষ মেনে নিবে না। তারই কঠিন জবাব এই সমাবেশের মাধ্যমে দেওয়া হবে।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে