মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৯ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে