Ajker Patrika

সাভারে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১ 

ঢাকার সাভার এলাকার থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে সাভার ব্যাংক কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম কুলসুম আক্তার সখী (৩২)। সাভার পৌর এলাকার কাতলাপুরের শাহাদাত হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবক নিহত নারীকে তার স্ত্রী হিসেবে দাবি করেছেন। তবে পুলিশের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে ব্যাংক কলোনির এক ব্যক্তি কুলসুমকে তার বাসায় নিয়ে যান। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন। ওই রাতে তিনি একাই বাসায় ছিলেন। রাতে লেনদেন নিয়ে বনিবনা না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি কুলসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পড়ে বস্তায় ভরে লাশ সিঁড়ি কোনায় রেখে দেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ওই ভবনের বিভিন্ন তলায় গিয়ে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওই ব্যক্তি কুলসুমকে হত্যার কথা স্বীকার করেন। পড়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত