নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এক তরুণীর কাছ থেকে চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় এক তরুণ ও এক তরুণী গলির মুখে এসে থামেন। তখন একটি মোটরসাইকেলে করে তিনজন সেখানে আসেন। তাঁদের একজন হেলমেট পরা, অন্য দুজনের একজনের গায়ে কালো শার্ট, অপরজনের গায়ে সাদা টি-শার্ট ছিল। সাদা ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নামেন। সাদা টি-শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করেন এবং তাঁর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা ব্যক্তি তরুণীর গলা থেকে সোনার চেইন ও একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।

এ সময় মোটরসাইকেলটি গলির পাশে রাখা হয় এবং তিনজনই পাশের একটি বাড়ির দিকে হাঁটা দেন। কিছুক্ষণ পর তাঁরা আবার মোটরসাইকেলের কাছে ফিরে আসেন। তখন রিকশায় থাকা তরুণ ছিনতাইকারীদের পিছু নিয়ে তাঁর কালো ব্যাগ ফেরত চাইলে সেটি তাঁর দিকে ছুড়ে মারেন এক ছিনতাইকারী। এরপর তিনজনই মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের চলে যাওয়ার পর একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে সেখানে পৌঁছান।
জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজ বিকেলে বলেন, ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এক তরুণীর কাছ থেকে চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় এক তরুণ ও এক তরুণী গলির মুখে এসে থামেন। তখন একটি মোটরসাইকেলে করে তিনজন সেখানে আসেন। তাঁদের একজন হেলমেট পরা, অন্য দুজনের একজনের গায়ে কালো শার্ট, অপরজনের গায়ে সাদা টি-শার্ট ছিল। সাদা ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নামেন। সাদা টি-শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করেন এবং তাঁর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা ব্যক্তি তরুণীর গলা থেকে সোনার চেইন ও একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।

এ সময় মোটরসাইকেলটি গলির পাশে রাখা হয় এবং তিনজনই পাশের একটি বাড়ির দিকে হাঁটা দেন। কিছুক্ষণ পর তাঁরা আবার মোটরসাইকেলের কাছে ফিরে আসেন। তখন রিকশায় থাকা তরুণ ছিনতাইকারীদের পিছু নিয়ে তাঁর কালো ব্যাগ ফেরত চাইলে সেটি তাঁর দিকে ছুড়ে মারেন এক ছিনতাইকারী। এরপর তিনজনই মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের চলে যাওয়ার পর একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে সেখানে পৌঁছান।
জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজ বিকেলে বলেন, ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে