নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার ঈদে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। তবে গত সোমবার থেকে স্ট্যান্ডিং (ট্রেনে দাঁড়িয়ে যাওয়া) টিকিট বিক্রি শুরু করে কাউন্টারে। আন্তনগর ট্রেন ও কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করা হয় ট্রেন ছাড়ার আগে। এই আসনবিহীন টিকিটের জন্যও টিকিট কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা গেছে।
আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় স্ট্যান্ডিং টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন। বিশেষ করে কমিউটার ট্রেনে।
বাংলাদেশ রেলওয়ে থেকে বলা হয়েছে, আন্তনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে যাত্রীসাধারণের সুবিধার্থে ট্রেনে বরাদ্দকৃত শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই প্রত্যাশা করেছেন, অন্তত ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটটা তাঁরা পাবেন। তবে অনেকেই জানেন না যে এই টিকিট পাওয়া যাবে মোট আসনের ২৫ শতাংশ।
লাইনে দাঁড়িয়ে জামালপুরের আবু নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘খুব ভোরে আসছি। আজকেই যেতে হবে। সামনে অনেকেই আছেন। দেখি টিকিট পাই কিনা।’
রহমত নামে আরেক যাত্রী বলেন, তিনি জামালপুরে যাবেন। তবে টিকিট পাননি।
ঢাকা থেকে আটটি কমিউটার (বেসরকারি ট্রেন) নিয়মিত ছয়টি গন্তব্যে চলাচল করে। ট্রেনগুলো হচ্ছে—বলাকা কমিউটার (ঝরিয়া), দেওয়ানগঞ্জ কমিউটার (দেওয়ানগঞ্জ), মহুয়া কমিউটার (মোহনগঞ্জ), কর্ণফুলী কমিউটার (চট্টগ্রাম), রাজশাহী কমিউটার (চাঁপাইনবাবগঞ্জ), জামালপুর কমিউটার (দেওয়ানগঞ্জ) এবং দুটি তিতাস কমিউটার (আখাউড়া)।
এসব কমিউটার ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হয় না। প্রতিটি ট্রেন ছাড়ার আগে এসব টিকিট বিক্রি করা হয়। যার ফলে এই কাউন্টারের সামনেও দীর্ঘ সময় যাবৎ মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
কমলাপুর রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, শুধু যাত্রার দিন স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। ২৫ শতাংশ টিকিট শেষ হলে ওই ট্রেনে আর টিকিট দেওয়া হবে না।
এদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা ট্রেন ছেড়েছে আজ সকালে। গত ১৬ এপ্রিল কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলার ১৭ এপ্রিল ঈদযাত্রা বাতিল করা হয়। এর পরিবর্তে আজ সকাল সাড়ে ৮টায় ৩১৭ যাত্রী নিয়ে কোরীয় কোচ দিয়ে সাজানো সোনার বাংলা বিশেষ যাত্রা করে। এ ছাড়া আজকের নিয়মিত সোনার বাংলা এক্সপ্রেসও ১১ মিনিট বিলম্বে যাত্রা করে।

এবার ঈদে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। তবে গত সোমবার থেকে স্ট্যান্ডিং (ট্রেনে দাঁড়িয়ে যাওয়া) টিকিট বিক্রি শুরু করে কাউন্টারে। আন্তনগর ট্রেন ও কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করা হয় ট্রেন ছাড়ার আগে। এই আসনবিহীন টিকিটের জন্যও টিকিট কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা গেছে।
আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় স্ট্যান্ডিং টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন। বিশেষ করে কমিউটার ট্রেনে।
বাংলাদেশ রেলওয়ে থেকে বলা হয়েছে, আন্তনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে যাত্রীসাধারণের সুবিধার্থে ট্রেনে বরাদ্দকৃত শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই প্রত্যাশা করেছেন, অন্তত ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটটা তাঁরা পাবেন। তবে অনেকেই জানেন না যে এই টিকিট পাওয়া যাবে মোট আসনের ২৫ শতাংশ।
লাইনে দাঁড়িয়ে জামালপুরের আবু নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘খুব ভোরে আসছি। আজকেই যেতে হবে। সামনে অনেকেই আছেন। দেখি টিকিট পাই কিনা।’
রহমত নামে আরেক যাত্রী বলেন, তিনি জামালপুরে যাবেন। তবে টিকিট পাননি।
ঢাকা থেকে আটটি কমিউটার (বেসরকারি ট্রেন) নিয়মিত ছয়টি গন্তব্যে চলাচল করে। ট্রেনগুলো হচ্ছে—বলাকা কমিউটার (ঝরিয়া), দেওয়ানগঞ্জ কমিউটার (দেওয়ানগঞ্জ), মহুয়া কমিউটার (মোহনগঞ্জ), কর্ণফুলী কমিউটার (চট্টগ্রাম), রাজশাহী কমিউটার (চাঁপাইনবাবগঞ্জ), জামালপুর কমিউটার (দেওয়ানগঞ্জ) এবং দুটি তিতাস কমিউটার (আখাউড়া)।
এসব কমিউটার ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হয় না। প্রতিটি ট্রেন ছাড়ার আগে এসব টিকিট বিক্রি করা হয়। যার ফলে এই কাউন্টারের সামনেও দীর্ঘ সময় যাবৎ মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
কমলাপুর রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, শুধু যাত্রার দিন স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। ২৫ শতাংশ টিকিট শেষ হলে ওই ট্রেনে আর টিকিট দেওয়া হবে না।
এদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা ট্রেন ছেড়েছে আজ সকালে। গত ১৬ এপ্রিল কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলার ১৭ এপ্রিল ঈদযাত্রা বাতিল করা হয়। এর পরিবর্তে আজ সকাল সাড়ে ৮টায় ৩১৭ যাত্রী নিয়ে কোরীয় কোচ দিয়ে সাজানো সোনার বাংলা বিশেষ যাত্রা করে। এ ছাড়া আজকের নিয়মিত সোনার বাংলা এক্সপ্রেসও ১১ মিনিট বিলম্বে যাত্রা করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে