কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।

জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে