মানিকগঞ্জ প্রতিনিধি

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জের ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জাগির এলাকায় অর্ধশতাধিক ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা আঞ্চলিক গ্যাস অফিস কার্যালয়ে যান।
ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলীর অফিস কক্ষে প্রবেশ করে জানতে চান গত ১৫ বছরে অধিক সময় ধরে মানিকগঞ্জ জেলায় আবাসিক লাইনে রান্নার গ্যাস না দিয়ে কেন জোরপূর্বক বিল নেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার পক্ষে আল আমীন আহমেদ রোহেল অভিযোগ করেন, ‘আমরা মানিকগঞ্জ পৌরবাসী ১৫ বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করে আবাসিক লাইনে গ্যাস সরবরাহ পাচ্ছি না। এই বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন। সেই জন্য আমরা সাধারণ ছাত্র-জনতা গ্যাস অফিসে এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের সাত দিনের সময় বেঁধে দিয়েছি। আগামী সাত দিনের মধ্যে আমরা যদি গ্যাস না পাই তাহলে মহাসড়কে নামতে বাধ্য হব।’
ভুক্তভোগীরা আরও বলেন, তিতাস গ্যাস কোম্পানি আবাসিক লাইনে গ্যাস না দিলেও গ্যাস অফিসের অসাধু কিছু কর্মকর্তারা ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ অর্থ গ্রহণের বিনিময়ে গ্যাস দিচ্ছেন।
তবে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের নেটওয়ার্কে যতটুকু গ্যাস সরবরাহ থাকে তা আমরা বিপণন করি। ছাত্র–জনতার দাবি আমাদের অফিস থেকে পূরণ করা সম্ভব না জানিয়ে সমস্যা সমাধানের জন্য ছাত্র-জনতার দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’
এ সময় ছাত্র-জনতা তাঁদের কয়েকটি দাবি তুলে ধরেন—আবাসিক এলাকায় কেন গ্যাস পাওয়া যাচ্ছে না—তা সমাধান করা, পৌরসভাসহ মানিকগঞ্জে যতগুলো আবাসিক গ্যাস লাইন আছে, তা সাত দিনের মধ্যে সচল করতে হবে, আবাসিক এলাকায় পরিপূর্ণ গ্যাস না দেওয়া পর্যন্ত বিল নেওয়া থেকে বিরত থাকা, যাদের গ্যাস বিল বাকি আছে এবং যাঁরা এরই মধ্যে ব্যবহার না করে পরিশোধ করেছেন—সেগুলো পর্যায়ক্রমে গ্যাস বিল সমন্বয় করতে হবে। এসব দাবি আগামী সাত দিনের মধ্যে না মানলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল আমীন আহমেদ রোহেল, রাকিবুল ইসলাম সজল, রমজান মাহামুদ, খাইরুল ইসলাম রবিন, আব্দুল কাউয়ুম, আব্দুল্লাহ আল মামুন, সবুজ আহমেদ শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, জোবায়ের আহমেদ জুয়েল ও তাঞ্জিল শেখ প্রমুখ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলায় মিটারবিহীন আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ১২ হাজার। মিটারযুক্ত আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ৪০টি। এসব গ্রাহকের কাছ থেকে গ্যাস না দিয়ে প্রতি মাসে ২ কোটি ২০ লাখ টাকার মতো বিল আদায় করা হয়। তবে নানা কারণে ১০ শতাংশ গ্রাহক বিল জমা দেন।

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জের ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জাগির এলাকায় অর্ধশতাধিক ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা আঞ্চলিক গ্যাস অফিস কার্যালয়ে যান।
ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলীর অফিস কক্ষে প্রবেশ করে জানতে চান গত ১৫ বছরে অধিক সময় ধরে মানিকগঞ্জ জেলায় আবাসিক লাইনে রান্নার গ্যাস না দিয়ে কেন জোরপূর্বক বিল নেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার পক্ষে আল আমীন আহমেদ রোহেল অভিযোগ করেন, ‘আমরা মানিকগঞ্জ পৌরবাসী ১৫ বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করে আবাসিক লাইনে গ্যাস সরবরাহ পাচ্ছি না। এই বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন। সেই জন্য আমরা সাধারণ ছাত্র-জনতা গ্যাস অফিসে এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের সাত দিনের সময় বেঁধে দিয়েছি। আগামী সাত দিনের মধ্যে আমরা যদি গ্যাস না পাই তাহলে মহাসড়কে নামতে বাধ্য হব।’
ভুক্তভোগীরা আরও বলেন, তিতাস গ্যাস কোম্পানি আবাসিক লাইনে গ্যাস না দিলেও গ্যাস অফিসের অসাধু কিছু কর্মকর্তারা ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ অর্থ গ্রহণের বিনিময়ে গ্যাস দিচ্ছেন।
তবে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের নেটওয়ার্কে যতটুকু গ্যাস সরবরাহ থাকে তা আমরা বিপণন করি। ছাত্র–জনতার দাবি আমাদের অফিস থেকে পূরণ করা সম্ভব না জানিয়ে সমস্যা সমাধানের জন্য ছাত্র-জনতার দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’
এ সময় ছাত্র-জনতা তাঁদের কয়েকটি দাবি তুলে ধরেন—আবাসিক এলাকায় কেন গ্যাস পাওয়া যাচ্ছে না—তা সমাধান করা, পৌরসভাসহ মানিকগঞ্জে যতগুলো আবাসিক গ্যাস লাইন আছে, তা সাত দিনের মধ্যে সচল করতে হবে, আবাসিক এলাকায় পরিপূর্ণ গ্যাস না দেওয়া পর্যন্ত বিল নেওয়া থেকে বিরত থাকা, যাদের গ্যাস বিল বাকি আছে এবং যাঁরা এরই মধ্যে ব্যবহার না করে পরিশোধ করেছেন—সেগুলো পর্যায়ক্রমে গ্যাস বিল সমন্বয় করতে হবে। এসব দাবি আগামী সাত দিনের মধ্যে না মানলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল আমীন আহমেদ রোহেল, রাকিবুল ইসলাম সজল, রমজান মাহামুদ, খাইরুল ইসলাম রবিন, আব্দুল কাউয়ুম, আব্দুল্লাহ আল মামুন, সবুজ আহমেদ শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, জোবায়ের আহমেদ জুয়েল ও তাঞ্জিল শেখ প্রমুখ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলায় মিটারবিহীন আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ১২ হাজার। মিটারযুক্ত আবাসিক গ্রাহকসংখ্যা প্রায় ৪০টি। এসব গ্রাহকের কাছ থেকে গ্যাস না দিয়ে প্রতি মাসে ২ কোটি ২০ লাখ টাকার মতো বিল আদায় করা হয়। তবে নানা কারণে ১০ শতাংশ গ্রাহক বিল জমা দেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৪ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে