প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:

শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে