
গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে পুলিশের গুলিতে মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করছে। তা ছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক আমরা তাদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনা নতুন নয়। এই শ্রমিকেরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীজন। তাদের স্বার্থরক্ষার্থে সবাইকে উদ্যোগী, আন্তরিক ও যৌক্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সংগঠনটি।
এদিকে আন্দোলনরত গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১১ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৪১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে