ঢাবি প্রতিনিধি

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি ও ইভ্যালি পরিচালনা নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেওয়া অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানিয়েছে ইভ্যালির ভোক্তা ও মার্চেন্টরা।
আজ শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'ইভ্যালির মার্চেন্ট, ভোক্তাবৃন্দের' ব্যানারে সমাবেশ করে গ্রাহকেরা। সমাবেশে তারা এ দাবি জানান।
আন্দোলনের সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, 'ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যানের মুক্তি ছাড়া এ ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তাই তাদেরকে মুক্তি দিয়ে নজরদারির মাধ্যমে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিক। আর ইভ্যালি পরিচালনা করার জন্য হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিক কোনো বোর্ড মিটিং করার আগে ইভ্যালি সম্পর্কে ভিত্তিহীন, মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তিনি ই-কমার্স ব্যাক গ্রাউন্ডের নয়। আমরা অনতিবিলম্বে শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি করছি।
নাসির উদ্দিন আরো বলেন, 'যদি আমাদের দাবি মানা না হয় আমরা অচিরেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।'
তাদের ৭ দফা দাবিগুলো হলো:
১. ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দিতে হবে।
২. রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে।
৩. এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পন্য ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছে, আমরা তাকে সময় দিয়ে সহযোগীতা করতে চাই।
৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে।
৫. করোনার সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে।
৬. ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে ব্যাংক গ্যারান্টিসহ।
৭. ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে এই সেক্টরকে সরকারি ভাবে সুরক্ষা দিতে হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি ও ইভ্যালি পরিচালনা নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেওয়া অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানিয়েছে ইভ্যালির ভোক্তা ও মার্চেন্টরা।
আজ শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'ইভ্যালির মার্চেন্ট, ভোক্তাবৃন্দের' ব্যানারে সমাবেশ করে গ্রাহকেরা। সমাবেশে তারা এ দাবি জানান।
আন্দোলনের সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, 'ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যানের মুক্তি ছাড়া এ ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তাই তাদেরকে মুক্তি দিয়ে নজরদারির মাধ্যমে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিক। আর ইভ্যালি পরিচালনা করার জন্য হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিক কোনো বোর্ড মিটিং করার আগে ইভ্যালি সম্পর্কে ভিত্তিহীন, মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তিনি ই-কমার্স ব্যাক গ্রাউন্ডের নয়। আমরা অনতিবিলম্বে শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি করছি।
নাসির উদ্দিন আরো বলেন, 'যদি আমাদের দাবি মানা না হয় আমরা অচিরেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।'
তাদের ৭ দফা দাবিগুলো হলো:
১. ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দিতে হবে।
২. রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে।
৩. এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পন্য ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছে, আমরা তাকে সময় দিয়ে সহযোগীতা করতে চাই।
৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে।
৫. করোনার সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে।
৬. ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে ব্যাংক গ্যারান্টিসহ।
৭. ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে এই সেক্টরকে সরকারি ভাবে সুরক্ষা দিতে হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে