টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ঢাকার প্রবেশপথগুলোতে আজ শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। সকাল থেকেই তাই ঢাকার প্রবেশমুখ টঙ্গী ব্রিজ ও আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত দশটি স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন।
আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যকে। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তাঁরা গতি রোধ করে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যাত্রীরা বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্ক অনুভবের কথা জানান।
এদিকে দুই দলই রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান করার ঘোষণা দিলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন।
আজ শনিবার সকাল থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে সড়কে গণপরিবহনের চাপ রয়েছে।
নাসরিন নাজিফা লেখাপড়া করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সকালে ক্লাসে যোগ দিতে গাজীপুরের বড়বাড়ী এলাকা থেকে রাজধানীর উত্তরায় পৌঁছান তিনি। নাজিফা বলেন, সকাল সাড়ে ৮টায় বাসযোগে রওনা দিয়েছি। পথে পাচটি পুলিশের চেকপোস্ট পেরিয়ে উত্তরায় পৌঁছেছি। চেকপোস্টের কারণে টঙ্গীর স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দৃষ্টি হয়েছে।
অন্যদিকে টঙ্গীর তুরাগ নদের খেয়া (নৌকা) পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। গাজীপুর থেকে নদীপথে বিএনপির নেতা-কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার বন্ধ থাকছে।
এ ছাড়া টঙ্গীর তুরাগ নদের ওপর রেল সেতুতেও পুলিশ অবস্থান নিয়েছে। রেল সেতু পেরিয়ে যেতে তল্লাশিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারী জনসাধারণের।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের দেখা যায়নি। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি পুলিশ সড়কে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘এটি আমাদের নিয়মিত তল্লাশির অংশ। বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকার প্রবেশপথগুলোতে আজ শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। সকাল থেকেই তাই ঢাকার প্রবেশমুখ টঙ্গী ব্রিজ ও আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত দশটি স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন।
আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যকে। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তাঁরা গতি রোধ করে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যাত্রীরা বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্ক অনুভবের কথা জানান।
এদিকে দুই দলই রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান করার ঘোষণা দিলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন।
আজ শনিবার সকাল থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে সড়কে গণপরিবহনের চাপ রয়েছে।
নাসরিন নাজিফা লেখাপড়া করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সকালে ক্লাসে যোগ দিতে গাজীপুরের বড়বাড়ী এলাকা থেকে রাজধানীর উত্তরায় পৌঁছান তিনি। নাজিফা বলেন, সকাল সাড়ে ৮টায় বাসযোগে রওনা দিয়েছি। পথে পাচটি পুলিশের চেকপোস্ট পেরিয়ে উত্তরায় পৌঁছেছি। চেকপোস্টের কারণে টঙ্গীর স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দৃষ্টি হয়েছে।
অন্যদিকে টঙ্গীর তুরাগ নদের খেয়া (নৌকা) পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। গাজীপুর থেকে নদীপথে বিএনপির নেতা-কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার বন্ধ থাকছে।
এ ছাড়া টঙ্গীর তুরাগ নদের ওপর রেল সেতুতেও পুলিশ অবস্থান নিয়েছে। রেল সেতু পেরিয়ে যেতে তল্লাশিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারী জনসাধারণের।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের দেখা যায়নি। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি পুলিশ সড়কে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘এটি আমাদের নিয়মিত তল্লাশির অংশ। বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে