Ajker Patrika

সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থী‌দের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থী‌দের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

‎রাজধানীর বক‌শীবাজা‌রে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থী‌দের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে জানা গেছে। শ‌নিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘ‌টে।‎

‎চাকবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদ্রাসার ভেত‌রে এক‌টি মিলাদ মাহ‌ফি‌লের অনুষ্ঠান চলছিল। সেই মাহ‌ফি‌লে শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যা‌য়ে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে কয়েকজন আহত হন। খবর পে‌য়ে পু‌লিশ ও সেনাবাহিনী গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎

‎এ বিষয়ে রাত পৌনে ১২ টার দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ