উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে