নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে