উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট (গুদাম) থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ উধাও হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ কোটি টাকা।
রোববার দুপুরে ভল্ট থেকে স্বর্ণ উধাওয়ের বিষয়টি বিমানবন্দরের একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি জানতে পারেন কাস্টমস কর্মকর্তারা।
চুরির বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।
জানা যায়, বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।
বিমানবন্দর সূত্র জানা যায়, কাস্টমস হাউস থেকে স্বর্ণ উধাও এর ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। এছাড়াও থানা-পুলিশ, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তদন্ত শুরু করেছে।
পুলিশের দাবি, এটি কোনো সাধারণ ভল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব না। এছাড়াও ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এছাড়াও পুরো এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।
এ বিষয়ে রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসের ভোল্ট থেকে স্বর্ণ স্বর্ণ উধাওয়ের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাই নাই। তবে চুরির ঘটনাটি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তৌহিদুল ইসলাম রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা গিয়ে দেখে লকারটি ভাঙা, ভাঙার চেষ্টা করা হয়েছে। পরে তারা লকারটি খুলে ভল্ট থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ মিসিং দেখেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে— এমন প্রশ্নের জবাবে এডিসি বলেন, মামলা হোক। মামলার হওয়ার পর আমরা তদন্ত করে খুঁজে বের করব।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট (গুদাম) থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ উধাও হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ কোটি টাকা।
রোববার দুপুরে ভল্ট থেকে স্বর্ণ উধাওয়ের বিষয়টি বিমানবন্দরের একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি জানতে পারেন কাস্টমস কর্মকর্তারা।
চুরির বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।
জানা যায়, বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।
বিমানবন্দর সূত্র জানা যায়, কাস্টমস হাউস থেকে স্বর্ণ উধাও এর ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। এছাড়াও থানা-পুলিশ, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তদন্ত শুরু করেছে।
পুলিশের দাবি, এটি কোনো সাধারণ ভল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব না। এছাড়াও ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এছাড়াও পুরো এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।
এ বিষয়ে রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসের ভোল্ট থেকে স্বর্ণ স্বর্ণ উধাওয়ের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাই নাই। তবে চুরির ঘটনাটি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তৌহিদুল ইসলাম রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা গিয়ে দেখে লকারটি ভাঙা, ভাঙার চেষ্টা করা হয়েছে। পরে তারা লকারটি খুলে ভল্ট থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ মিসিং দেখেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে— এমন প্রশ্নের জবাবে এডিসি বলেন, মামলা হোক। মামলার হওয়ার পর আমরা তদন্ত করে খুঁজে বের করব।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৯ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৭ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে