উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে রাতের আঁধারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন রচডেল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আন্দোলন শুরু করেন তাঁরা।
এ সময় শ্রমিকেরা গার্মেন্টসের সামনে এবং উত্তরখানের চামুরখান মোড়ে অবস্থান করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দুই মাস ধরে তাঁদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। গার্মেন্টসের মালিকপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছিল। অবশেষে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন।
শ্রমিকেরা আরও বলেন, ‘আমাদের ঘর-সংসার রয়েছে। ভাড়া বাসায় থাকতে হয়। মুদি দোকান থেকে বাকিতে কিনে খেতে হয়। বাসার মালিক ও দোকানদাররা তো বেতন দেয়নি তা বোঝে না। মাস শেষ হলেই বকেয়ার জন্য চাপ দেওয়া শুরু করে।’
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চামুরখানে শ্রমিকেরা আন্দোলন করছিলেন। পরে পুলিশ বেতন তুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।
রচডেল গার্মেন্টসে আড়াই শতাধিক শ্রমিক কাজ করেন। তাঁদের মোট ২৪ লাখ টাকা বেতন বকেয়া ছিল। পরে পুলিশ গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে ১২ লাখ টাকা আদায় করে দেন শ্রমিকদের। এবং মালিক কর্তৃপক্ষ বাকি টাকা আগামী ২৮ সেপ্টেম্বর দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধেক বেতন নেওয়ার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। গার্মেন্টসের সামনে পুলিশ পাহারা দিচ্ছে। তবে এই আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি মোহাম্মদ আব্দুল মজিদ।

রাজধানীর উত্তরখানে রাতের আঁধারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন রচডেল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আন্দোলন শুরু করেন তাঁরা।
এ সময় শ্রমিকেরা গার্মেন্টসের সামনে এবং উত্তরখানের চামুরখান মোড়ে অবস্থান করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দুই মাস ধরে তাঁদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। গার্মেন্টসের মালিকপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছিল। অবশেষে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন।
শ্রমিকেরা আরও বলেন, ‘আমাদের ঘর-সংসার রয়েছে। ভাড়া বাসায় থাকতে হয়। মুদি দোকান থেকে বাকিতে কিনে খেতে হয়। বাসার মালিক ও দোকানদাররা তো বেতন দেয়নি তা বোঝে না। মাস শেষ হলেই বকেয়ার জন্য চাপ দেওয়া শুরু করে।’
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চামুরখানে শ্রমিকেরা আন্দোলন করছিলেন। পরে পুলিশ বেতন তুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।
রচডেল গার্মেন্টসে আড়াই শতাধিক শ্রমিক কাজ করেন। তাঁদের মোট ২৪ লাখ টাকা বেতন বকেয়া ছিল। পরে পুলিশ গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে ১২ লাখ টাকা আদায় করে দেন শ্রমিকদের। এবং মালিক কর্তৃপক্ষ বাকি টাকা আগামী ২৮ সেপ্টেম্বর দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধেক বেতন নেওয়ার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। গার্মেন্টসের সামনে পুলিশ পাহারা দিচ্ছে। তবে এই আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি মোহাম্মদ আব্দুল মজিদ।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪০ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে