সাভার (ঢাকা) প্রতিনিধি

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, ‘আজ বৃহস্পতিবার থেকে ঈদযাত্রা কিছুটা শুরু হবে। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬,৭ ও ৮ এপ্রিল ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষ দেখতে পাব। সেই ক্ষেত্রে মনে করি, মহাসড়ক প্রস্তুত আছে। নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশের প্রধান। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন বলেন, ‘ঈদ যাত্রা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলব যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাবতলী থেকে এই পর্যন্ত (বাইপাইল) বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই সড়কের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে কয়েক দফা আমাদের সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। যথাসাধ্য নির্মাণকাজ চলমান থাকবে।’
ঈদযাত্রায় সড়কে মানুষ যাতে কোনো বাধা না পান সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘সড়ক থেকে অনেক কিছু অপসারণ করা হয়েছে। যেখানে যেখানে কাজের জন্য ঘেরাও করা ছিল কাজের জন্য, কনস্ট্রাকশনের জন্য, সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে। আরও কিছু করা হবে।’
হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘ঈদযাত্রা হয়তো আজকে থেকেই শুরু হবে কিছুটা। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬,৭ ও ৮ এপ্রিল ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি, আমাদের রাস্তা প্রস্তুত আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে। আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশের মতো, প্রযুক্তি কিন্তু সব সময় আমাদের সেবার মানকে উন্নত করে, দক্ষতাকে বৃদ্ধি করে।’
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আরও বলেন, ‘এবারও আমরা বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার করছি। যেখানে যেখানে যানজট হতে পারে, সেই সব জায়গায় ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। ঈদকে কেন্দ্র করে মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনেক অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।’

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, ‘আজ বৃহস্পতিবার থেকে ঈদযাত্রা কিছুটা শুরু হবে। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬,৭ ও ৮ এপ্রিল ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষ দেখতে পাব। সেই ক্ষেত্রে মনে করি, মহাসড়ক প্রস্তুত আছে। নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশের প্রধান। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন বলেন, ‘ঈদ যাত্রা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলব যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাবতলী থেকে এই পর্যন্ত (বাইপাইল) বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই সড়কের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে কয়েক দফা আমাদের সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। যথাসাধ্য নির্মাণকাজ চলমান থাকবে।’
ঈদযাত্রায় সড়কে মানুষ যাতে কোনো বাধা না পান সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘সড়ক থেকে অনেক কিছু অপসারণ করা হয়েছে। যেখানে যেখানে কাজের জন্য ঘেরাও করা ছিল কাজের জন্য, কনস্ট্রাকশনের জন্য, সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে। আরও কিছু করা হবে।’
হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘ঈদযাত্রা হয়তো আজকে থেকেই শুরু হবে কিছুটা। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬,৭ ও ৮ এপ্রিল ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি, আমাদের রাস্তা প্রস্তুত আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে। আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশের মতো, প্রযুক্তি কিন্তু সব সময় আমাদের সেবার মানকে উন্নত করে, দক্ষতাকে বৃদ্ধি করে।’
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আরও বলেন, ‘এবারও আমরা বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার করছি। যেখানে যেখানে যানজট হতে পারে, সেই সব জায়গায় ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। ঈদকে কেন্দ্র করে মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনেক অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে