নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। এতে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, এ ঘটনায় চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বগির ভেতরে এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তাঁর নাম নাতাশা জেসমিন (২৫)। একই ঘটনায় তাঁর স্বামী আসিফ মো. খান দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে ট্রেনে উঠেছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, আসিফ মো. খানকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী নাতাশা জেসমিন আগুনে পুড়ে মারা গেছেন। পথচারীরা আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটে আসিফের বাবা সিদ্দিকুর খান বলেন, ঢাকার গেন্ডারিয়া শরৎগুপ্ত রোডে তাঁদের বাড়ি। আসিফ ভাঙ্গা থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার পথে ট্রেনে আগুন লাগে। এতে তাঁর স্ত্রী মারা গেছেন। আসিফ দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর নয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আসিফের ৮ শতাংশ পুড়ে গেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা! ভেতরে কী অবস্থা বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট পাঠিয়েছি।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনটি। ট্রেনে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে দগ্ধ হয়ে দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।’
গত বছর ২ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) নতুন রুটে যাত্রা শুরু করে। ট্রেনটি বেনাপোল ছাড়ে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছানোর সময় রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। এতে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, এ ঘটনায় চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বগির ভেতরে এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তাঁর নাম নাতাশা জেসমিন (২৫)। একই ঘটনায় তাঁর স্বামী আসিফ মো. খান দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে ট্রেনে উঠেছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, আসিফ মো. খানকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী নাতাশা জেসমিন আগুনে পুড়ে মারা গেছেন। পথচারীরা আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটে আসিফের বাবা সিদ্দিকুর খান বলেন, ঢাকার গেন্ডারিয়া শরৎগুপ্ত রোডে তাঁদের বাড়ি। আসিফ ভাঙ্গা থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার পথে ট্রেনে আগুন লাগে। এতে তাঁর স্ত্রী মারা গেছেন। আসিফ দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর নয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আসিফের ৮ শতাংশ পুড়ে গেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা! ভেতরে কী অবস্থা বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট পাঠিয়েছি।’
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনটি। ট্রেনে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে দগ্ধ হয়ে দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।’
গত বছর ২ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) নতুন রুটে যাত্রা শুরু করে। ট্রেনটি বেনাপোল ছাড়ে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছানোর সময় রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে