শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে