গাজীপুর প্রতিনিধি

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা গণমানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জুলুম-নির্যাতন দীর্ঘায়িত করছে। তাই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।
আজ রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর শাখার উদ্যোগে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মাদ ফাইজ উদ্দীন। মহানগর সেক্রেটারি মুফতি হুসাইন আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, বৈশ্বিক চাপ মোকাবিলা এবং দেশকে বাঁচাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। চলমান সংকট নিরসনে সব দলকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে চলমান ভোটাধিকার আদায়ের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন রাজপথে নেমে আসতে হবে। ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য দেন মহানগর সহসভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, নগর শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন হাওলাদার, যুব আন্দোলনের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ ও থানা আন্দোলনের নেতা-কর্মীরা।

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা গণমানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জুলুম-নির্যাতন দীর্ঘায়িত করছে। তাই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।
আজ রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর শাখার উদ্যোগে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মাদ ফাইজ উদ্দীন। মহানগর সেক্রেটারি মুফতি হুসাইন আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, বৈশ্বিক চাপ মোকাবিলা এবং দেশকে বাঁচাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। চলমান সংকট নিরসনে সব দলকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে চলমান ভোটাধিকার আদায়ের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন রাজপথে নেমে আসতে হবে। ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য দেন মহানগর সহসভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, নগর শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন হাওলাদার, যুব আন্দোলনের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ ও থানা আন্দোলনের নেতা-কর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে