নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে