রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা পৌর শহরের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩০০টির বেশি স্মার্টফোন ও নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।
গতকাল বৃহস্পতিবার রাতে রায়পুরা বাজারে গ্যালাক্সি টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। পরে চোরেরা পুরনো তালা ভেঙে নতুন তালা দোকানে লাগিয়ে যান।
দোকানমালিক অহিদুজ্জামান অহিদ জানান, তিনিসহ কর্মচারীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি শাটারের একটিতে নতুন তালা লাগানো। পরে বিষয়টি তাঁকে জানানো হয়। পরে তিনি অপর শাটারের তালা খুলে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০ স্মার্টফোন, নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়ে গেছে। চুরি শেষে শাটারের নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা। এদিকে দোকান ও ইসলামী ব্যাংকের সিসিটিভিগুলো উল্টো করে ঘুরিয়ে রেখে যায় তারা।
তিনি আরও জানান, সকালে রায়পুরা থানার পুলিশ দোকান পরিদর্শন করেছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বাজারের নৈশপ্রহরী বাদল মিয়া জানান, রাতে মোবাইল দোকানটির পাশের গলিতে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে ঘুরে দেখে গেছেন শাটারের তালা ঠিকঠাক আছে। তবে চুরি কোন সময় হয়েছে এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।
রায়পুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, বাজারের নৈশপ্রহরী ছাড়াও পাশের ইসলামী ব্যাংকের দুজন পাহারাদার ছিলেন। তারপরও কীভাবে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটল, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব আলম। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তাঁরা।

নরসিংদীর রায়পুরা পৌর শহরের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩০০টির বেশি স্মার্টফোন ও নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।
গতকাল বৃহস্পতিবার রাতে রায়পুরা বাজারে গ্যালাক্সি টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। পরে চোরেরা পুরনো তালা ভেঙে নতুন তালা দোকানে লাগিয়ে যান।
দোকানমালিক অহিদুজ্জামান অহিদ জানান, তিনিসহ কর্মচারীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি শাটারের একটিতে নতুন তালা লাগানো। পরে বিষয়টি তাঁকে জানানো হয়। পরে তিনি অপর শাটারের তালা খুলে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০ স্মার্টফোন, নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়ে গেছে। চুরি শেষে শাটারের নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা। এদিকে দোকান ও ইসলামী ব্যাংকের সিসিটিভিগুলো উল্টো করে ঘুরিয়ে রেখে যায় তারা।
তিনি আরও জানান, সকালে রায়পুরা থানার পুলিশ দোকান পরিদর্শন করেছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বাজারের নৈশপ্রহরী বাদল মিয়া জানান, রাতে মোবাইল দোকানটির পাশের গলিতে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে ঘুরে দেখে গেছেন শাটারের তালা ঠিকঠাক আছে। তবে চুরি কোন সময় হয়েছে এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।
রায়পুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, বাজারের নৈশপ্রহরী ছাড়াও পাশের ইসলামী ব্যাংকের দুজন পাহারাদার ছিলেন। তারপরও কীভাবে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটল, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব আলম। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তাঁরা।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে