
নরসিংদীর রায়পুরা পৌর শহরের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩০০টির বেশি স্মার্টফোন ও নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।
গতকাল বৃহস্পতিবার রাতে রায়পুরা বাজারে গ্যালাক্সি টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। পরে চোরেরা পুরনো তালা ভেঙে নতুন তালা দোকানে লাগিয়ে যান।
দোকানমালিক অহিদুজ্জামান অহিদ জানান, তিনিসহ কর্মচারীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি শাটারের একটিতে নতুন তালা লাগানো। পরে বিষয়টি তাঁকে জানানো হয়। পরে তিনি অপর শাটারের তালা খুলে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০ স্মার্টফোন, নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়ে গেছে। চুরি শেষে শাটারের নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা। এদিকে দোকান ও ইসলামী ব্যাংকের সিসিটিভিগুলো উল্টো করে ঘুরিয়ে রেখে যায় তারা।
তিনি আরও জানান, সকালে রায়পুরা থানার পুলিশ দোকান পরিদর্শন করেছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বাজারের নৈশপ্রহরী বাদল মিয়া জানান, রাতে মোবাইল দোকানটির পাশের গলিতে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে ঘুরে দেখে গেছেন শাটারের তালা ঠিকঠাক আছে। তবে চুরি কোন সময় হয়েছে এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।
রায়পুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, বাজারের নৈশপ্রহরী ছাড়াও পাশের ইসলামী ব্যাংকের দুজন পাহারাদার ছিলেন। তারপরও কীভাবে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটল, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব আলম। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তাঁরা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৭ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৭ মিনিট আগে