
ফরিদপুরের নগরকান্দার রওশন আলী (৫২) ও তাঁর ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন (২৫) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা এই রায় ঘোষণা করেন।
২০১৯ সালে জেলার নগরকান্দা থানার কাইচাইল গ্রামে জোড়া খুনের মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া ও কাইয়ুম মিয়া। তাঁদের মধ্যে হানিফ ও এনামুল সহোদর।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বর। এ ছাড়া মামলার অপর আসামি দুলাল মিয়াকে ১৭ বছরের কারাদণ্ড, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়াকে সাত বছর, পাচু মিয়াকে তিন বছর এবং রফিকুল ইসলাম ওরফে রবিন শিকদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পারভেজ মিয়া, তুহিন মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া, কে এম রাজু আহমেদ ওরফে কোরবান মিয়া ও রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া এই ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা হয়। আসামিদের মধ্যে আউয়াল জামিনে এবং পাচু, রাজু আহমেদ ও রবিউল কারাগারে রয়েছেন। মামলা হওয়ার পর থেকে বাকি ১১ জন পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডিত আসামিদের মধ্যে আওয়াল কারাগারে রয়েছেন। অন্য সবাই পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তার রায়ে বলেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ আগস্ট কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ওরফে সান্দু মিয়ার নেতৃত্বে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়ের নেতৃত্বে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে রওশন ও তুহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। নিহতরা ইউপি চেয়ারম্যান সান্দুর অনুসারী। মামলার এজাহারে বলা হয়, ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করলে চাচা-ভাতিজা নিহত হন।
এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়। তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ২০২০ সালের ২২ জুলাই হানিফ মিয়াসহ নামে জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলা চলাকালে ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে