তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছিল ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দলটি একটি বাসার সামনে অপেক্ষা করছিল। এ এ সময় বাসার ওপর থেকে ছুড়ে ফেলা হয় ২০ হাজার ইয়াবা বড়ি ভর্তি ব্যাগ। এই ঘটনাই জড়িত অভিযোগে দেবর ও ভাবিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া গ্রামের মানিক হোসেন (২৭) ও তাঁর ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৪) এবং কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার শাহজাদ হোসেন (৩০)।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। তিনি বলেন, ‘তিতাসের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহর নেতৃত্বে একটি দল। এ সময়ে তিতাসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ছিলেন।’
ওসি আকবর আলী জানান, সফিপুর বাজার এলাকায় একটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল। এ সময় সেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন। ঠিক তখন ওই বাড়ির তৃতীয় তলা থেকে একটি ব্যাগ নিচে পড়ে। ব্যাগ তল্লাশি করে ভিতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি আকবর আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক কারবারিরা হয়তো ভেবেছিলেন মাদক উদ্ধারের জন্যই পুলিশ-ম্যাজিস্ট্রেট সেখানে গেছেন। এমন ভাবনা থেকে ভয় পেয়ে ইয়াবা ভর্তি ব্যাগটি ফেলে দেন। পরে পুলিশ ওই বাসার ভেতরে তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং মাদক ব্যবসায় জড়িত অভিযোগে মানিক হোসেন ও তাঁর ভাবি স্বর্ণাকে গ্রেপ্তার করে। স্বর্ণার স্বামী আলিফ হোসেন পলাতক রয়েছেন।’
পলাতক আলিফ হোসেন ও গ্রেপ্তাররা তিন মাস ধরে ওই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারদের ও পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি আকবর আলী।
ওসি জানান, দেবর-ভাবির তথ্য অনুযায়ী শাহজাদ হোসেন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০টি চুলার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছয়জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় মাদকসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে