
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে ধাক্কামারা চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গত শুক্রবার (৮ আগস্ট) তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতরা হলেন যুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। তাঁদের মধ্যে যুথী আক্তার চক্রটির লিডার।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে এক নারী ক্রেতাকে ধাক্কা দিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন তাঁরা। টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে ওই নারী স্বামীসহ চিৎকার করলে শপিং মলের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে দুই নারীকে আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন সহযোগী কৌশলে পালিয়ে যান।
ঘটনাস্থলে থাকা আরও দুই নারী এ সময় জানান, একই চক্র তাঁদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা ও একটি স্বর্ণের টিকলি (মূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি করেছে।
পরে নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ব্যাগ তল্লাশি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যুথী আক্তার একটি আন্তজেলা পকেটমার চক্রের নেতৃত্ব দেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা শপিং মল, বাজার, রাস্তা ও গণপরিবহনে ধাক্কা মেরে মানুষের টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে থাকে। যুথীর বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে