Ajker Patrika

সাত মসজিদ রোডে সড়কের বিভাজকে ৬৫০টি ফুলের গাছ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাত মসজিদ রোডে সড়কের বিভাজকে ৬৫০টি ফুলের গাছ 

ধানমন্ডির সাত মসজিদ রোডে সড়কের বিভাজকে ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সব মিলিয়ে মোট দেড় হাজার গাছ লাগানো হবে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা ও কাঞ্চন ফুলের এসব গাছ লাগানো শুরু হয়েছে। সাত মসজিদ সড়কের মোট ১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকে প্রতিটি গাছের মধ্যে ৪ থেকে ৫ ফুট দূরত্ব রেখে এরই মধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে। 

সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, ‘আমরা সাত মসজিদ রোডে সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫ শ গাছ লাগানো হবে। আশা করি আগামী ২ দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম শেষ হবে। পুরো সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সে জন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার কিনতে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত